জাদুর ডিম 🥚 | JADUR DIM | NEW MAGICAL DRAMA | FULL NATOK 2025 | NO1 GRAMIN TV SHORT #youtube #drama

No 1 Gramin TV Short Published October 17, 2025

BN

Performance

Views (24h)
285,799
Views / Hour
11,908
Total Views
472,535
Duration
18:40

Regions

US CA

Topics

Entertainment Film

Description

🎥 বাংলা Description: আকাশ আর তানিয়ার সংসার টানাটানির মধ্যে চলে। তাদের একমাত্র ছেলে রওশান—মুখে সবসময় পাকা পাকা কথা, মায়ের কথায় ভুল ধরতে পারলে যেন আনন্দে নাচে! আকাশ এতটাই কিপটে যে গ্যাস শেষ হলেও গ্যাস ভরতে রাজি না। তানিয়া চেঁচিয়ে বলে, “গ্যাস ভরে আনো আকাশ!” কিন্তু আকাশ হেসে উত্তর দেয়, “না, আমি পাতা কুড়িয়ে আনব, পাতাতেই রান্না করো!” তানিয়া রেগে আগুন, রওশান হেসে গড়াগড়ি— ঠিক তখনই শুরু হয় এক অবিশ্বাস্য ঘটনা! আকাশ বনে গিয়ে পাতা কুড়াতে গিয়ে খুঁজে পায় একটা সোনার ডিম! ডিমটা ঘরে এনে রাখতেই সেটা নিজের মুখে কথা বলতে শুরু করে — “আমি জাদুর ডিম! যা চাইবি তাই দেব… তবে শর্ত আছে, পাশের বাড়ির নাম নিতে হবে, তারা এক পাবে, তোরা পাবে ডবল!” শুরু হলো লোভের খেলা… তানিয়া নেকলেস চাইল, পেল দুইটা। হাড়ি চাইল, পেল কুড়ি! রওশান তখন খিলখিল করে বলে, “মা, তুমি তো এখন হাড়ি কুইন!” 😂 খবর ছড়িয়ে পড়ল পাড়ায়, সবাই অবাক। প্রতিবেশী বর্ষা ও তার স্বামী রনি রাতের আঁধারে চুরি করে নিয়ে গেল সেই জাদুর ডিম। কিন্তু তাদের লোভ এত বেশি যে তারা একে অপরের সঙ্গে ঝগড়া শুরু করল। রওশানও টিপ্পনী কেটে বলল, “এবার তো চুরি করলেই হিরো!” ঠিক সেই সময় ডিমটা কাঁপতে শুরু করে... এক মুহূর্তে ফেটে বেরিয়ে আসে একটা ভয়ংকর দৈত্য! দৈত্য গর্জে ওঠে, “তোরা লোভে অন্ধ! তাই তোরা ধ্বংস হবি!” আর মুহূর্তেই সবকিছু তছনছ হয়ে যায়। শেষে শুধু রওশানের কণ্ঠ শোনা যায় — “দেখলেন তো? বেশি লোভ করলে সবই শেষ!” 👉 গল্পের শিক্ষা: লোভ করলে সব হারাতে হয়। 🔥 এই ভিডিওতে যা যা দেখা যাবে (বাংলা ১০ পয়েন্ট): ১️⃣ আকাশের কিপটেমি আর তানিয়ার রান্নাঘরের রাগ। ২️⃣ রওশানের পাকা পাকা কথা আর হাসির মন্তব্য। ৩️⃣ গ্যাস শেষ হয়ে যাওয়া আর পাতায় রান্নার চেষ্টা...